সেবার তালিকা
১. উদ্বুদ্ধকরণ:
বেকার যুবদের সরকারী-বেসরকারী চাকুরীর উপর নির্ভর না করে যুব উন্নয়ন অধিদপ্তর হতে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের বেকারত্ব দূর করার জন্য পরামর্শ প্রদান এবং তাদের মানসিকতা ও দৃষ্টিভংগীর ইতিবাচক পরিবর্তন আনয়ন করা হয়। উঠান বৈঠক ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে এ কাজটি সম্পন্ন করা হয়।
২.বেকার যুবদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণঃ
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম একটি অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচী। বেকার যুব সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে থাকে। জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ আবাসিক ও অনাবাসিক ভিত্তিতে প্রদান করা হয়।
৩.প্রশিক্ষিত যুবদের আত্মর্কমসংস্থান কর্মসূচিঃ
প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রশিক্ষিত যুবদের উদ্বুদ্ধ করা হয়। এ পর্যন্ত রংপুর জেলায় ৩৫৬৮৬ জন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক ও যুবনারী আত্মকর্মী হয়েছে। তন্মধ্যে ২৩১৮৫ জন পুরুষ এবং ১২৫০১ জন মহিলা।
৪.ঋণ বিতরণঃ
প্রশিক্ষিত যুবরা প্রাথমিক অবস্থায় পারিবারিকভাবে মূলধন সংগ্রহ করে আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণ করে। পরবর্তীতে আত্মকর্মসংস্থান প্রকল্প সম্প্রসারণ ও পরিচালনার জন্য প্রশিক্ষিত যুবদের যুবঋণ সহায়তা প্রদান করা হয়। এ পর্যন্ত রংপুর জেলায় নিম্নোক্ত সংখ্যক যুবদের ঋণ বিতরণ করা হয়েছে।
৫. যুব সংগঠন নিবন্ধনঃ
যুব সংগঠনসমূহের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এবং যুব সংগঠনসমূহের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে যুব সংগঠন নিবন্ধন করা হয়। এ পর্যন্ত রংপুর জেলায় ১৩৪ টি যুব সংগঠনকে নিবন্ধন করা হয়েছে।
৭. যুব কল্যাণ তহবিল হতে অনুদানপ্রাপ্ত যুব সংগঠনের সংখ্যা ও অনুদানের পরিমাণ:
যুব সংগঠন সমূহকে যুব কল্যাণ তহবিল হতে অনুদান প্রদান করা হয়। যুব কল্যাণ তহবিল হতে অনুদানপ্রাপ্ত যুব সংগঠনের সংখ্যা ২০৮ টি ও অনুদানের পরিমাণ ৪২,০০,০০০/-।
৮. জাতীয় যুব পুরস্কার প্রদানঃ
যে সকল প্রশিক্ষিত সফল যুবক ও যুব মহিলা আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপন এবং সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রাখতে সক্ষম হয়েছে তাদেরকে জাতীয় যুব দিবসে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। এ পর্যন্ত রংপুর জেলায় ১২ জন যুবক ও ০৪ জন যুব নারী আত্মকর্মসংস্থানে সাফল্যের স্বীকৃতি স্বরুপ জাতীয় যুব পুরস্কারে ভূষিত হয়েছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস