Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন
  

০১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবাঃ

ক্রঃ নং

সেবার নাম

সেবা গ্রহীতা

প্রাশিক্ষণ ট্রেডের নাম

কোর্সের মেয়াদ

কোর্স শুরুর মাস

আসন সংখ্যা (জন)

বয়স ও শিক্ষাগত যোগ্যতা

কোর্স ফি/ভর্তি ফি

কোর্সের ধরন ও ভাতার পরিমান

সেবার(প্রশিক্ষণ) স্থান

তথ্য সরবরাহে নিয়োজিত অফিসারের পদবী ও টেলিফোন নম্বর

ক.

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ

প্রতিবন্ধী,দুঃস্থ,নেশাগ্রস্ত,দরিদ্র, ও বেকার যুব এবং যুব মহিলা

গবাদী পশু হাঁস-মুরগী পালন,মৎস্য ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ

২ মাস ১৫ দিন

জুলাই,অক্টোবর, জানুয়ারী ও এপ্রিল

৬০ জন

১৮-৩৫ বছর

৮ম শ্রেণী পাস

১০০/-

আবাসিক ২ মাস ১৫ দিনে মোট (মাসিক১২০০/-হারে) ৩০০০/-টাকা ভাতা প্রদান করা হয়।

যুব প্রশিক্ষণ কেন্দ্র,

যুব উন্নয়ন অধিদপ্তর, উত্তম,রংপুর

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

গংগাচড়া,রংপুর

মোবাইল-০১৭১৬৯৬৫৯৫২

০২। প্রশিক্ষণ সংক্রান্ত সেবাঃ

ক্রঃ নং

সেবার নাম

সেবা গ্রহীতা

বয়স,শিক্ষাগত যোগ্যতা, ও অন্যান্য শর্তাবলী

প্রাশিক্ষণ ট্রেডের নাম

কোর্সের মেয়াদ

সেবার (প্রশিক্ষণ স্থান)

কোর্স ফি/ভর্তি ফি

তথ্য সরবরাহে নিয়োজিত অফিসারের পদবী ও টেলিফোন নম্বর

খ.

অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ

প্রতিবন্ধী,দুঃস্থ,নেশাগ্রস্ত,দরিদ্র, ও বেকার যুব এবং যুব মহিলা

১৮-৩৫ বছর, ৫ম শ্রেণী পাশ এবং একই এলাকার কমপক্ষে ৩০-৪০ জন বেকার যুব ও যুব মহিলার একত্রে ব্যাচ গঠন করতে হবে

 

০১। গাভী পালন/দূগ্ধ খামার স্থাপন বিষয়ক

০৭-১০ দিন

সংশ্লিষ্ট উপজেলা (উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্তৃক নির্বাচিত সুবিধা জনক কোন প্রতিষ্ঠান)

কোন ভর্তি ফি বা কোর্স ফি লাগে না

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

গংগাচড়া,রংপুর

মোবাইল-০১৭১৬৯৬৫৯৫২

০২। গরু মোটাতাজা করণ বিষয়ক

০৭-১০ দিন

০৩। ছাগল পালন বিষয়ক

০৭-১০ দিন

০৪। পারিবারিক হাঁস-মুরগী পালন বিষয়ক

০৭-১০ দিন

০৫। মৎস্য চাষ বিষয়ক

০৭-১০ দিন

০৬। কৃষি বিষয়ক

০৭-১০ দিন

০৭। ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক

০৭-১০ দিন

০৮। পোষাক তৈরী বিষয়ক

২৫ দিন

 

০৯। বল্ক ও বাটিক প্রিন্টিং  বিষয়ক

২৫ দিন

১০। এ ছাড়াও স্থানীয় চাহিদা ভিত্তিক যে কোন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়

০৭-২৫ দিন

 

০৩। যুব ঋণ সংক্রান্ত সেবাঃ

ক্রঃ নং

সেবার নাম

ঋণের জন্য প্রশিক্ষণের ধরণ

ঋণের পরিমান

(জন প্রতি)

সার্ভিস চার্জ

কিস্তি পরিশোধের ধরণ ও সার্ভিস চার্জ

গ্রেস পিরিয়ড অবকাশ কালীন সময়

পরিশোধের মেয়াদ

জামানত

ঋণের দফা

ঋণ গ্রহণে খরচ

ঋণ গ্রহণের সময়সীমা

তথ্য সরবরাহে নিয়োজিত অফিসারেরু পদবী ও টেলিফোন নম্বর

গ.

প্রকল্প গ্রহণে ঋণ প্রদান

০১।যুব উন্নয়ন অধিদপ্তর হতে উত্তর বঙ্গের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত

২৫০০০/-

(পঁচিশ হাজার)টাকা

১০% হারে

মাসিক

০৩ মাস

০২ বছর

যা ঋণ দেওয়া হবে তার ০৫%

জামানত নেওয়া  হয়

যথাযথ পরিশোধের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৩য় দফা পর্য়ন্ত

ঋণ চুক্তির জন্য জন প্রতি ৩০০-/ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প

আবেদনপত্র দাখিল যাচাই-বাছাই উপজেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদন সহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১(এক)মাস

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

গংগাচড়া,রংপুর

০১৭১৬৯৬৫৯৫২

০২। অ-প্রতিষ্ঠানিক

প্রশিক্ষণ প্রাপ্ত

২৫০০০-৫০০০০

টাকা পর্যন্ত

১০% হারে

মাসিক

০৩ মাস

০২ বছর

যা ঋণ দেওয়া হবে তার ০৫%

জামানত নেওয়া  হয়

যথাযথ পরিশোধের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৩য় দফা পর্য়ন্ত

ঋণ চুক্তির জন্য জন প্রতি ৩০০-/ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প

আবেদনপত্র দাখিল যাচাই-বাছাই উপজেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদন সহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১(এক)মাস

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

গংগাচড়া,রংপুর

০১৭১৬৯৬৫৯৫২

০৩। প্রতিষ্ঠানিক

প্রশিক্ষণ প্রাপ্ত

৫০০০০-১০০০০০

টাকা পর্যন্ত

১০% হারে

মাসিক

০৩ মাস

০২ বছর

যা ঋণ দেওয়া হবে তার ০৫%

জামানত নেওয়া  হয়

যথাযথ পরিশোধের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৩য় দফা পর্য়ন্ত

ঋণ চুক্তির জন্য জন প্রতি ৩০০-/ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প

আবেদনপত্র দাখিল যাচাই-বাছাই উপজেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদন সহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১(এক)মাস

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

গংগাচড়া,রংপুর

০১৭১৬৯৬৫৯৫২

০৩। যুব সংগঠন তালিকাভূক্তি সংক্রান্ত সেবাঃ

ক্রঃ নং

সেবার নাম

তালিকা ভূক্তির জন্য সংগঠনের ধরণ

আবেদন ফর্ম প্রাপ্তির স্থান

আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজ পত্র

তালিকা ভূক্তির জন্য খরচ

জেলা কার্যালয় কর্তৃক তালিকা ভূক্তি সম্পাদনের সময়

তথ্য সরবরাহে নিয়োজিত অফিসারের পদবী ও টেলিফোন নম্বর

ঘ.

তালিকা ভূক্তি

যুব সংগঠন

যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা কাযার্লয়ে

 

০১। গঠন তন্ত্র অনুমোদনকারী সভার কাযবিবরণী সত্যায়িত অনুলিপি এবং কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত কার্যবিবরণীর সত্যায়িত অনুলিপি ০৩ কপি।

তালিকা ভূক্তির জন্য কোন খরচ করতে হয়না

জেলা কার্যালয়ে আবেদন পত্র প্রাপ্তির পর ১৫(পনের) দিনের মধ্যে তালিকা ভূক্তি করা হয়। অসম্পর্ণ/ক্রটি পূর্ণ আবেদন পত্র উল্লেখিত সময়সীমার মধ্যেই ফেরত প্রদান করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

গংগাচড়া,রংপুর

মোবাইল-০১৭১৬৯৬৫৯৫২

০২। কাযনিবার্হী এবং সাধারণ পরিশোধের সদস্য ও সদস্যাদের নাম,পেশা,বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং স্বাক্ষরসহ নামের তালিকা ০৩ কপি।

০৩। বাড়ী ভাড়াঃক) নিজস্ব সম্পত্তি হলে মূল দলিল এবং হালনাগাদ খাজনার সত্যায়িত অনুলিপি,খ)ভাড়া বাড়ী হলে চুক্তি পত্রের ০২ কপি সত্যায়িত ফটোকপি।

০৪। ব্যাংক হিসাবের সনদের সত্যায়িত অনুলিপি ০৩ কপি।

০৫। গঠন তন্ত্রের ফটোকপির ০৩ কপি সত্যায়িত অনুলিপি।

০৬। যুব সংগঠনের নিজস্ব প্যাডে পৃথক পৃথক ভাবে বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম

০৫।পুরস্কার সংক্রান্ত সেবাঃ

ক্রঃ নং

সেবার নাম

যুব পুরস্কারের নাম

বিবরণ

আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজ পত্র

তথ্য সরবরাহে নিয়োজিত অফিসারের পদবী ও টেলিফোন নম্বর

ঘ.

যুব পুরস্কার

০১। জাতীয় যুব পুরস্কার

প্রতিবছর সর্বমোট ১৬ জন যুবকে এ পুরস্কার দেয়া হয়

০১। যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ ও যুব ঋণ গ্রহণ করে আত্মকর্মসংস্থানে সফল হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মহাপরিচালক/পরিচালক/

উপ-পরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েব সাইট

www.dyd.gov.bd

০২। কমওয়েল্থ যুব পুরস্কার

সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক জারীকৃত নের্দেশনা মোতাবেক

০২। যুব ও যুব সংগঠনকে যুব উন্নয়ন কর্মকান্ডে,আদিবাসি যুবদের উন্নয়ন মূলক কর্মকান্ডের জন্য এ পুরস্থার দেয়া হয়।

০৩। সার্ক ইয়ুথ এ্যাওয়ার্ড

সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক জারীকৃত নের্দেশনা মোতাবেক

০৩। দক্ষিণ এশীয় অÂলে যুবদের শৃজনশীল এবং উৎপাদনমূখী কার্যক্রমে শ্বীকৃতী সরুপ ১৯৭৭ সাল থেকে যুবদের সার্ক ইয়ুথ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।